ছোটদের কবিতা

50+ Best Chototder Kobita | ছোটদের কবিতার আসর


প্রার্থনা 

সুফিয়া কামাল

তুলি দুই হাত করি মুনাজাত 
হে রহিম রহমান 
কত সুন্দর করিয়া ধরণী 
মোদের করেছ দান, 
গাছে ফুল ফুল 
নদী ভরা জল 
পাখির কণ্ঠে গান 
সকলি তোমার দান। 
মাতা, পিতা, ভাই 
বোন ও স্বজন
সব মানুষেরা
সবাই আপন।
কত মমতায় 
মধুর করিয়া 
ভরিয়া দিয়াছ প্রাণ। 
তাই যেন মােরা। 
তােমারে না ভুলি
সরল সহজ
সৎ পথে চলি 
কত ভালো তুমি, 
কত ভালােবাস 
গেয়ে যাই এই গান।
ーーーーーーーーーーー

মামার বাড়ি

জসীমউদ্দীন

আয় ছেলেরা, আয় মেয়েরা 
ফুল তুলিতে যাই, 
ফুলের মালা গলায় দিয়ে 
মামার বাড়ি যাই।

ঝড়ের দিনে মামার দেশে 
আম কুড়াতে সুখ, 
পাকা জামের মধুর রসে 
রঙিন করি মুখ।

ーーーーーーーーーー

ছুটি 

রবীন্দ্রনাথ ঠাকুর 

মেঘের কোলে রােদ হেসেছে 
বাদল গেছে টুটি, 
আজ আমাদের ছুটি ও ভাই, 
আজ আমাদের ছুটি। 
কী করি আজ ভেবে না পাই 
পথ হারিয়ে কোন বনে যাই, 
কোন মাঠে যে ছুটে বেড়াই 
সকল ছেলে জুটি, 
আজ আমাদের ছুটি ও ভাই 
আজ আমাদের ছটি।

ーーーーーーーーーーー

আদর্শ ছেলে 

আমাদের দেশে হবে সেই ছেলে কবে, 
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, 
‘মানুষ হইতে হবে', এই যার পণ, 
সে ছেলে কে চায় বল কথায় কথায় 
আসে যার চোখে পানি, মাথা ঘুরে যায়?
সদা প্রাণে হাসি মুখে কর এই পণ 
মানুষ হইতে হবে মানুষ যখন।

ーーーーーーーーーー

আমি হব 

কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি 
সবার আগে কুসুমবাগে 
উঠব আমি ডাকি। 
সুয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, 
হয়নি সকাল, ঘুমাও এখন, 
মা বলবেন রেগে। 
বলব আমি - আলসে মেয়ে | 
ঘমিয়ে তুমি থাক, 
হয় নি সকাল, তাই বলে কি 
সকাল হবে না ক?
আমরা যদি না জাগি মা 
কেমনে সকাল হবে?
তােমার ছেলে উঠলে গাে মা 
রাত পোহাবে তবে।

ーーーーーーーーーーーー

ট্রেন

শামসুর রাহমান

ঝক ঝকাঝক ট্রেন চলেছে 
রাত দুপুরে অই। 
ট্রেন চলেছে, ট্রেন চলেছে। 
ট্রেনের বাড়ি কই?
একটু জিরােয়, ফের ছুটে যায়। 
মাঠ পেরুলেই বন। 
পুলের ওপর বাজনা বাজে 
ঝনঝনা ঝনঝন। 
দেশ বিদেশে বেড়ায় ঘুরে। 
নেইকো ঘােরার শেষ। 
ইচ্ছে হলেই বাজায় বাঁশি, 
দিন কেটে যায় বেশ। 
থামবে হঠাৎ মজার গাড়ি 
একটু কেশে খক। 
আমায় নিয়ে ছুটবে আবার
ঝক ঝকাঝক ঝক।

ーーーーーーーーーー

আমাদের গ্রাম 

বন্দে আলী মিঞা

আমাদের ছােট গায়ে ছােট ছোট ঘর, 
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। 
পাড়ার সকল ছেলে মােরা ভাই ভাই, 
এক সাথে খেলি আর পাঠশালে যাই। 
হিংসা ও মারামারি কভু নাহি করি, 
পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি।

আমাদের ছোট গ্রাম মায়ের সমান, 
আলো দিয়ে, বায়ু দিয়ে বাচাইয়াছে প্রাণ। 
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, 
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। 
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন, 
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। 
সকালে সােনার রবি পূব দিকে ওঠে, 
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে

ーーーーーーーーーーー


নােটন নােটন পায়রা 

নােটন নোটন পায়রা গুলাে 
ঝােটন বেঁধেছে। 
ও পাড়েতে ছেলে-মেয়ে 
নাইতে নেমেছে 
দুই ধারে দুই রুই কাতলা 
ভেসে ওঠেছে, 
কে দেখেছে? কে দেখেছে?
দাদু দেখেছে। 
দাদুর হাতে কলম ছিল, 
ছুড়ে মেরেছে। 
উঃ বড্ড লেগেছে।
ーーーーーーーーーーー


প্রভাতী

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোল। 
খুকু মণি উঠরে। 
ঐ ডাকে জুই শাখে 
ফুল খুকী ছােটরে। 
খুলি হাল তুলি পাল,
ঐ তরী চলল।
এইবার এইবার
খুকু চোখ খুলল । 
আলসে নয় সে, 
উঠে রােজ সকালে। 
রােজ তাই চাঁদা ভাই
টিপ নেয় রূপালে ।
ーーーーーーーーーー


বাক বাকুম পায়রা

বাক বাকুম পায়রা 
মাথায় দিয়ে টায়রা, 
বৌ সাজবে কাল কী?
চড়বে সােনার পালকি।
ーーーーーーーーー

তােতা পাখি

আতা গাছে তােতা পাখি 
ডালিম গাছে মৌ, 
এত ডাকি তবু কথা 
কও না কেন বউ। 
কইব কথা কি ছলে 
কথা কইতে গা জ্বলে।
ーーーーーーーーーーーー

চাদ মামা

আয় আয় চাঁদ মামা 
টিপ দিয়ে যা। 
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। 
ধান ভানলে কুড়াে দেব, 
মাছ কাটলে মুড়াে দেবাে, 
কালাে গাইয়ের দুধ দেবাে, 
দুধ খাবার বাটি দেবাে
চাদের কপালে চাঁদ 
টিপ দিয়ে যা।
ーーーーーーーーーー

খোকন খােকন করে মায়

খােকন খােকন করে মায় 
খােকন গেছে কাদের নায়, 
সাতটা কাকে দাঁড় বায় 
খােকন রে তুই ঘরে আয়।

ーーーーーーーーーーーー

খোকা গেছে মাছ ধরতে

খোকা গেছে মাছ ধরতে 
ক্ষীর নদীর কূলে, 
ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে 
মাছ নিয়ে গেল চিলে।

ーーーーーーーーーーーー
Previous Post Next Post