West Bengal Current Affairs 2020 | পশ্চিমবঙ্গ GK 2020 

West Bengal Current Affairs 2020 | পশ্চিমবঙ্গ GK 2020


পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার

➤ পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম জগদীপ ধনকর

➤ পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

➤ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়

➤ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার (ভারপ্রাপ্ত)

➤ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মলয় কুমার দে।

➤ কত সালে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় 1947 সালে

➤ পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
পূর্ব দিকে

➤ কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে?

➤ নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে।

➤ পশ্চিমবঙ্গের আয়তন কত?
প্রায় ৮৮৭৫২ বর্গ কিমি।

➤ পশ্চিমবঙ্গের বর্তমান লোকসংখ্যা কত ?
৯ কোটি 30 লক্ষ।

➤ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগরে অবস্থিত? বঙ্গোপসাগর।

➤ পশ্চিমবঙ্গের পূর্বে কোন দেশ অবস্থি?
বাংলা দেশ।

➤ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
দক্ষিণ 24 পরগনা।

➤ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য টির নাম কি?
সিকিম।

➤ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে একটি প্রতিবেশী রাজ্যের নাম ঝাড়খন্ড।

➤ পশ্চিমবঙ্গের তিন দিক কি দ্বারা পরিবেষ্টিত?
স্থলভাগ।

➤ পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি?
বাংলা।

➤ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
কলকাতা।

➤ কোন রেলপথের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে যোগাযোগ রয়েছে ?
পূর্ব রেলপথের মাধ্যমে

➤ কোন নদী প্রকল্প পশ্চিমবঙ্গ বিহার এর যৌথ উদ্যোগে গড়ে উঠেছে?
দামোদর।

➤ পশ্চিমবঙ্গ ও আসাম এর মধ্যে সংযোগ রক্ষাকারী জাতীয় সড়ক পথ কোনটি?
31 নম্বর জাতীয় সড়ক পথ

➤ পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা?
ত্রিপুরা।

➤ পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়?
ত্রিপুরা।

➤ কত সালে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পৃথক হয়?
1947 সালে।

➤ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
সান্দাকাফু 3630 মিটার।

➤ বক্সা কি?
পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ।

➤ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ?
ছোটনাগপুর মালভূমি

➤ পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দিয়ে গঠিত?
গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা।

➤ পশ্চিমবঙ্গের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
সুন্দরবন।

➤ পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম প্রধান নদী কোনটি?
গঙ্গা 2071 কিমি দৈর্ঘ্য।

➤ পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গার দুটি শাখায় বিভক্ত হয়েছে ?
মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে।

➤ পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর একটি শাখা নদীর নাম কি?
ভাগীরথী হুগলি।

➤ পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম লেখ?
দামোদর

➤ দামোদর নদী কে বাংলার দুঃখ নদ বলা হয়।
গন্ধেশ্বরী কার উপনদী?
দ্বারকেশ্বর।

➤ দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি ?
মুণ্ডেশ্বরী।

➤ পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? উত্তর ও পশ্চিম দিক থেকে

➤ পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জেলার অন্তর্গত?
মৌসুমী জলবায়ু।

➤ পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির?
উষ্ণ ও আদ্র প্রকৃতির।

পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি গরম পড়ে ?
বর্ধমান জেলার আসানসোল।

➤ পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন উষ্ণতা কত ?
20 ডিগ্রী থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড।
➤ পশ্চিমবঙ্গে বর্ষাকালে কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়?
পুরুলিয়া জেলায়।
➤ পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়?
জলপাইগুড়ি
➤ পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে কম বৃষ্টিপাত হয়?
বীরভূমের ময়ূরেশ্বর শুষ্কতম স্থান।
➤ পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
প্রায় 180 সেমি
➤ কোন ঋতুতে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় না?
শীতকালে।
➤ পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম কি?
দার্জিলিং।
➤ পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
পশ্চিমবঙ্গের মালভূমি।

➤ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি ?.
কয়লা
➤পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
রানীগঞ্জে।
➤ পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়?
বীরভূম পশ্চিমবঙ্গ জেলার কয়লা খনি অঞ্চলে।

➤ পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরীর কারখানা আছে ?
বর্ধমানের রুপনারায়নপুর।
➤ পশ্চিমবঙ্গের কোথায় চুনাপাথর পাওয়া যায়?
পুরুলিয়া ঝালদা.

➤ পশ্চিমবঙ্গের কোথায় দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল গড়ে উঠেছে ?
দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ।

➤ বেঙ্গল বেসিন কি?
উত্তরের সমভূমি অঞ্চল
➤ পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়?
জলপাইগুড়িতে।
➤ পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
500 সেমি বক্সা দুয়ার(জলপাইগুড়ি)
➤ কাল বৈশাখী বৃষ্টিপাত কি কি ফসল এর পক্ষে উপকারী?
আউশ ধান পাট ইত্যাদি।
➤ বর্ষাকালে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
কর্কটক্রান্তি রেখা।
➤ ডিসেম্বরে সূর্য কোন রেখার উপর লম্বা হওয়া যায়?
মকর ক্রান্তি রেখা।
➤ কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে?
হরিণঘাটায়।
➤ গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি?
সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
➤ বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায় ?
অশ্বখুরাকৃতি



Previous Post Next Post