Bengali GK about Indian Constitution ভারতের সংবিধান ও শাসনব্যবস্থা GK

Indian constitution Question and Answer

Are you looking competitive exam question and answer with PDF? We are regularly updated with new Current Affairs and General Question With answer hare you can download PDF Version that helps you easily to memorize. Here, we have discussed the current update general knowledge about the Indian constitution all GK. You can memorize and prepared you for many competitive exams.


General Knowledge Bangla MCQ about Indian Constitution


ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থা GK



ভারতের কেন্দ্রীয় আইনসভা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ


ভারতের সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইনসভা কে পার্লামেন্ট বলা হয়। পার্লামেন্ট রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার নিয়ে গঠিত হয়। পার্লামেন্টের দুটি কক্ষ থাকে যথা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ।উচ্চ কক্ষের নাম রাজ্যসভা নিম্নকক্ষের নাম লোকসভা।



➢ ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে

6 টি।

➢ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত সার্বভৌম সমাজবাদী

ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে বর্ণিত।

➢ ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না?

সকল ধর্মের প্রতি সমমতপোষণ।

➢ রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগপত্র জমা দেবেন?

উপরাষ্ট্রপতি কে।

➢ ভারতের সংবিধান কবে কার্যকর হয়?

1950 সালে 26 শে জানুয়ারি।


➢ গণপরিষদের সভাপতি কে ছিলেন?

ডঃ রাজেন্দ্র প্রসাদ।

➢ ভারতের সংবিধানের প্রস্তাবনা চারটি নীতি কথা কি?

ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব ।

➢ ভারতের সংবিধানের ধারা সংখ্যা কয়টি?

400 র বেশি।

➢ ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন?

জহরলাল নেহেরু।

➢ 42 তম সংশোধনী তে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনা যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ইন্দিরা গান্ধী।

➢ ভারতের সংবিধানের খণ্ড সংখ্যা কয়টি?

22 টি

➢ কাকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়েছে ?

প্রস্তাবনাকে।

➢ ভারতের সংবিধান অনুসারে সব রাজনৈতিক ক্ষমতার উৎস হল ⟶ জনসাধারণ

➢ ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে ⟶ সংবিধানের তৃতীয় খণ্ডে।

➢ সংবিধানের মৌলিক অধিকার কে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে ?

সুপ্রিম কোর্টকে

➢ কোন অধিকার কে ডঃ আম্বেদকর এর সংবিধানের প্রাণ বলে বর্ণনা করা হয়?

সাংবিধানিক প্রতিষ্ঠানের অধিকার

➢ সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে?

পার্লামেন্ট কে।

➢ সংবিধানে মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন আদালতের ওপর অর্পিত হয়েছে?

সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট।

➢ ভারতের সংবিধানের কেন্দ্রীয় সরকারের কার্য নির্বাহী ক্ষমতা ন্যস্ত করা হয়েছে কাকে?

রাষ্ট্রপতি কে।

➢ রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে সেই সময় উপরাষ্ট্রপতির পদে কেউ না থাকলে রাষ্ট্রপতি পদের কার্যনির্বাহক কে করেন?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

➢ ভারতের প্রথম রাষ্টপতির নাম কি?

ডঃ রাজেন্দ্র প্রসাদ।

➢ ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

পার্লামেন্ট ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি বিশেষ নির্বাচক মন্ডলীর দ্বারা নির্বাচিত হন।

➢ রাষ্ট্রপতি যদি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চান তাহলে তাকে পদত্যাগ পত্র জমা দিতে হয় কার কাছে?

উপরাষ্ট্রপতির কাছে।

➢ কোন কারণে রাষ্টপতির পদ খালি হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় কত দিনের মধ্যে?

ছয় মাসের মধ্যে।

➢ রাষ্ট্রপতি হতে হলে প্রয়োজনীয় বয়স কত?

35 বছর এর বেশি।
➢ ভারতে পরপর দুবার রাষ্ট্রপতির পদে নির্বাচিত হয়েছিলেন কে?

ডঃ রাজেন্দ্র প্রসাদ।

➢ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কে?

রাষ্ট্রপতি।

➢ ভারতের উপ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়?

লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে উভয়ই সভার সদস্যদের দ্বারা।

➢ রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল কার কাছে থাকেন?

রাষ্ট্রপতির কাছে।

➢ উপরাষ্ট্রপতির কার্যকাল কত?

পাঁচ বছর।

➢ ভারতের সংবিধানের কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে?

তিন প্রকার।

➢ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন কে?

প্রধান মন্ত্রীর সুপারিশ মতো রাষ্ট্রপতি।

➢ ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন?

রাস্ট্রপতির দ্বারা।

➢ মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন কে?

প্রধানমন্ত্রী।

➢ ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট গঠিত হয় কি নিয়ে?

রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা কে নিয়ে।

➢ রাষ্ট্রপতির কিভাবে পদচ্যুতি ঘটে?

ইমপিচমেন্ট এর মাধ্যমে।

➢ মুখ্য মন্ত্রী কিভাবে নির্বাচিত হয়?

➠ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী কে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করে থাকেন কিন্তু কোন দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে রাজ্যপাল নিজের স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ করতে পারেন তবে সেক্ষেত্রেও সংখ্যাগরিষ্ঠের সমর্থন আবশ্যক।

➢ মুখ্যমন্ত্রীর কার্যকাল কত?

মেয়াদ পাঁচ বছর

➢ মুখ্যমন্ত্রী কিভাবে পদচ্যুত হন?

রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারেন অথবা আইনসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারালেও তাকে পদত্যাগ করতে হয়।

➢ ভারতের বিচার ব্যবস্থার নাম কি?

সুপ্রিম কোর্ট।

➢ রাজ্যের বিচার ব্যবস্থার নাম কি?

হাইকোর্ট।

➢ ভারতের প্রধানমন্ত্রী হল ⟶ সরকারের প্রধান।

➢ লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হল ⟶ 545।

➢ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত?

65 বছর।

➢ সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছাড়া বিচারপতির সংখ্যা সর্বাধিক কয়জন?

25 জন।

➢ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন কত বছরের জন্য?

ছয় বছরের জন্য।

➢ লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে?

রাষ্ট্রপতি।

➢ ভারতের সংবিধানের 1 নম্বর ধারায় কি বলা হয়েছে?

এটি রাজ্যগুলির ইউনিয়ন।

➢ রাষ্ট্রপতি কি ধরনের ভোটের মাধ্যমে নির্বাচিত হন?

একটি করে হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে।

➢ ভারতের সংবিধান রচনা করেছেন ⟶ ভারতীয় গণপরিষদ।

➠ ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কারণ ভারত সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে।

➠ ভারতের সংবিধানে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়ার অধিকার আছে একমাত্র রাষ্ট্রপতির।

➠ ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন প্রধানমন্ত্রী।

➠ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর।

➢ রাজ্যের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন কে ?

ভারতের প্রধান বিচারপতি।


➢ নির্বাচন কমিশনারের দায়িত্ব কি?

রাজ্য আইনসভার নির্বাচন পরিচালনা করা।

➢ জম্মু-কাশ্মীরের সরকারি ভাষা কি?

উর্দু ও কাশ্মীরি।

➠ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সর্বাধিনায়ক হন

রাষ্ট্রপতি।

➢ কত সালে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
1972 সাল
➢ ভারতের রাষ্ট্রপতির সর্বোচ্চ বয়স সীমা কত হবে?
কোন বয়স সীমা নেই।

মূল ভারতীয় সংবিধানের 395 টি ধারা এবং 8 টি তালিকা।

➢ লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন লোকসভার উপাধ্যক্ষের নিকট।

ভারতের সরকারি ভাষা হল দেবনাগরী হরফে হিন্দি।
Previous Post Next Post