Heart attack | Heart Attack Symptoms | 
হার্টের ব্লক দূর করার উপায় |হার্ট অ্যাটাক

Heart attack | heart attack symptoms | হার্টের ব্লক দূর করার উপায় |হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক : প্রতি সেকেন্ড যেখানে জরুরি (ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট )

ডাঃ সুনীল লীলা, (হার্ট অ্যাটাক)গােটা পৃথিবীতে প্রতি ২০ সেকেন্ডে কারও না কারও হার্ট অ্যাটাক হয়। আর প্রতি মিনিটে এই কারণে অন্তত এক জনের মৃত্যু হয়। উন্নত দেশগুলিতে মৃত্যুর প্রধান কারণ এই হার্ট অ্যাটাক এবং ভারতে ২৫-৬৫ বছর বয়সী লােকেদের ক্ষেত্রে এটিই সব থেকে বড় ঘাতক। সুতরাং একটি পরিবার তথা দেশের সামাজিক-অর্থনৈতিক দুর্বলতার কারণ হয়ে ওঠে এই হার্ট অ্যাটাক।হঠাৎ করে করােনারি ধমনী সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। যদি এমনটা ঘটে তাহলে হার্ট রীতিমত একটি টাইম বােমার উপরেই বসে থাকে যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। এই অমূল্য মুহূর্তগুলােতে যে চিকিৎসা দরকার তা হল প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এ ক্ষেত্রে কার্ডিওলজিস্ট যে ধমনীটি বন্ধ হয়ে আছে তা খুলে দেয়। যদি হার্ট অ্যাটাকের পরে ৬ ঘণ্টার মধ্যে (যাকে সােনালি সময় বলা হয়) এই চিকিৎসা করা সম্ভব হয় তবে তা হার্টকে ভয়ঙ্কর ক্ষতি থেকে রক্ষা করতে পারে। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি
করা হলে কয়েক দিনের মধ্যেই রােগী তার স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারে, নইলে সারা জীবনের জন্যই তার শারীরিক ভাবে অক্ষম হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। সন্তান প্রসব করানাের প্রক্রিয়া সব থেকে বিস্ময়কর এবং তার পরেই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টিকে দ্বিতীয় বিস্ময়কর চিকিৎসা প্রক্রিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হয় মেডিক্যাল সায়েন্সে 


সাধারণ অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় কুঁচকিতে, কিন্তু প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি যেহেতু হাতে করা হয় তাই তা অনেক সহজ এবং এ ক্ষেত্রে খুব দ্রুত আরােগ্য লাভ হয়।

প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি যেহেতু একটি এমার্জেন্সি চিকিৎসা প্রক্রিয়া। তাই এটা সব সময়ই করা সম্ভব, এমনকি মধ্যরাতেও। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি সময় মতাে, সফল ভাবে করা গেলে জীবন বাঁচানাে সম্ভব, নইলে প্রাণঘাতী টাইম বােমার বিস্ফোরণ এড়ানাে অসম্ভব।


أحدث أقدم