স্বামী বিবেকানন্দ


স্বামী বিবেকানন্দ





স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মদিনে 
(প্যারিস র্যালিকেও স্মরণ করি)
আনন্দ ঘােষ হাজরা

আসুন রাজন্যবর্গ, জনপ্রিয় বন্ধু সুজন
এখানে লাইনে দাঁড়িয়ে আমাদের দয়া করে
একবার কৃতার্থ করুন।
আপনারা মিনারবাসী গজদন্তে শােভিত মিনার আপনারা ফেসবুকে আমাদের জন্য বাণী দেন 
টুইট করেন। 
কাকে বলে ফেসবুক কাকে বলে টুইট করা আমরা তাে কিছুই জানি না। 
আমরা অত্যন্ত নীচে বাস করি। 
আমরা তো জনসাধারণ 
আসুন আসুন বন্ধু জনমতে উর্ধ্বে উঠে যাওয়া 
ক্রমশ অদৃশ্য হওয়া আমাদের একান্ত আপন।

এখন জর্জর বিষে সমাচ্ছন্ন, ভারতের, পৃথিবীর | আকাশ বাতাস।
তােমাদের বাণী আসে ভেসে ভেসে আমাদের কাছে যতক্ষণে পৌঁছয় সে বাণী 
(আমাদের কারও কারও কাছে) 
ততক্ষণে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতায় 
আমাদের সত্তার মৃত্যু ঘটে যায়; 
তােমাদের বাণীর বাতাসে রক্ত ঝরে 
সে বাণীর শিখায় শিখায় । 
এইসব অগ্নিশিখা বেশি জ্বলে ওঠে 
আমাদের ক্রমশই আরও আরও মৃত্যু ঘটে যায়।।

অথচ একবার তােমরা আসবেই জানি।

জোড়হাতে, আমাদের কাছে। 
এখনও কি হয়নি সময়?
➖➖➖➖➖➖
Previous Post Next Post