Current Affairs Bengali | GK বাংলা ২০২০


Current Affairs Bengali | GK বাংলা

মন্ত্রীপরিষদঃ পুর্ণমন্ত্রী




নরেন্দ্র দামােদরদাস মোদী
প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী; এছাড়াও আণবিক শক্তি বিষয়ক মন্ত্রক কর্মচারী, গণঅভিযােগ ও পেনশন বিষয়ক মন্ত্রক; মহাকাশ গবেষণা বিষয়ক মন্ত্রক। এছাড়া অন্যান্য মন্ত্রী যেগুলি বণ্টন করা হয়নি।
রামনাথ কোবিন্দ
রাষ্ট্রপতি
ভেঙ্কাইয়া নাইডু
উপষ্ট্রপতি
ওম বিড়লা
লোকসভার স্পিকার
অমিত শাহ
স্বরাষ্ট্র মন্ত্রী
রাজনাথ সিং
প্রতিরক্ষা মন্ত্রী
নীতিন জয়রাম গডকড়ী
সড়ক ও পরিবহণ মন্ত্রী এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প।
ডি. বি.  সদানন্দ গৌড়া
রসায়ন ও সার 

নির্মলা সীতারামন

অর্থ এবং কর্পোরেট বিষয়ক
রামবিলাস পাসোয়ান
ক্রেতা বিষয়ক ; খাদ্য এবং গনবন্টন 
নরেন্দ্র সিং তোমর
কৃষি ও কৃষ্ক কল্যাণ বিষয়ক ; গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ 
রবিশঙ্কর প্রসাদ 
আইন ও বিচার; জনসংযোগ; ইলেক্ট্রনিক্স ও তথ্যপযুক্তি 
নির্মলা সীতারামন
অর্থমন্ত্রি
ডক্টর এস জয়শঙ্কর
বিদেশ মন্ত্রী
হারসিমরত কৌর বদল 
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
থেবর চাঁদ গেহলট
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
রমেশ পোখরিয়াল
নিশাঙ্ক মানবসম্পদ                                                                                                               উন্নয়ন 
অর্জুন মুন্ডা
আদিবাসী বিষয়ক 
স্মৃতি যুবিন ইরানি
নারী ও শিশু কল্যাণ বিষয়ক, বস্ত্র 
ডক্টর হর্ষবর্ধন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান বিষয়ক


পিয়ুষ গোয়েল
রেল , শিল্প ও বানিজ্য
ধর্মেন্দ্র প্রধান
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইস্পাত
মুক্তার আব্বাস নাকভি 
সংখ্যালঘু বিষয়ক
গিরিরাজ সিং
পশুপালন ডেয়ারি ও মৎস্য
গজেন্দ্র সিংহ শেখাওয়াত 
জল শক্তি




রাষ্ট্র মন্ত্রী ( স্বাধীন দায়িত্ব প্রাপ্ত)


রাও ইন্দ্রজিৎ সিং
শ্রম ও নিয়োগ
শ্রীপদ যেসো নায়েক
আয়ুষ ও প্রতিরক্ষা
ডক্টর জিতেন্দ্র সিং
প্রধানমন্ত্রী দপ্তর উত্তর-পূর্ব উন্নয়ন কর্মী বর্গ এটমিক এনার্জি ও মহাকাশ।
কিরেন রিজিজু
যুব ও ক্রিয়া সংখ্যালঘু উন্নয়ন
প্রহ্লাদ সিং প্যাটেল
সংস্কৃতি ও পর্যটন
মনসুখ লাল মন্ডভিয়া
জাহাজ, রাসায়নিক সার
হরদীপ সিং পুরি
অবসান ও নগরউন্নয়ন অসামরিক বিমান পরিবহন শিল্প ও বানিজ্য





ভারতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ সমূহ


➤ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।


➤ ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।



➤ ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।



➤ ভারতের বর্তমান জাতীয় উপদেষ্টা অজিত দোভাল।



➤ ভারতের বর্তমান সলিসিটর জেনারেল তুষার মেহতা।



➤ ভারতের প্রথম ও বর্তমান লোকপাল পিনাকী চন্দ্র ঘোষ।

ভারতের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় পদাধিকারী গণ


➤ ভারতের তিন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

➤ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

➤ ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনুয়া।

➤ ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কোভিদ সিং।

➤ ভারতের স্থল বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

ভারতের বিবিধ জাতীয় সংস্থা সংক্রান্ত বর্তমান পদাধিকারগণের নাম


➤ (CBI)সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বর্তমান বর্তমান পদাধিকারী ঋষিকুমার শুক্লা (ডিজি)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1941

➤ (IB) ইন্টেলিজেন্স ব্যুরো বর্তমান পদাধিকারী অরবিন্দ কুমার (ডিরেক্টর)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1887

➤ (RAW) রিসার্চ অ্যান্ড এনালাইজিং উইং বর্তমান পদাধিকারী সামন্ত গোয়েল (ডিরেক্টর)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1968

➤ (ISRO) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বর্তমান পদাধিকারী ডক্টর কে সিভান (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ বেঙ্গালুরু
স্থাপনকালঃ 1969

➤ (DRDO) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বর্তমান পদাধিকারী ডক্টর সতীশ রেড্ডি (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1958

➤ (BSE) বোম্বে স্টক এক্সচেঞ্জ বর্তমান পদাধিকারী বিক্রমজীত সেন (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ মুম্বাই
স্থাপনকালঃ 1875

➤ (SEBI) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বর্তমান পদাধিকারী অজয় ত্যাগী (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ মুম্বাই
স্থাপনকালঃ 1992


➤ (NSE) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বর্তমান পদাধিকারী বিক্রম সেন (এমডি এবং সিইও)
সদর দপ্তরঃ মুম্বাই
স্থাপনকালঃ 1992

➤ (UGC) ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বর্তমান অধিকারী ধীরেন্দ্র পাল সিং (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1956

➤ (NCERT) ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং বর্তমান পদাধিকারী ঋষিকেশ সেনাপতি (ডিরেক্টর)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1961

➤ (NASSCOM) নেশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কম্পানিজ বর্তমান পদাধিকারী কেশব আর মুরুগেশ (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ নয়ডা
স্থাপনকালঃ 1988

➤ (ASSOCHAM) অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া বর্তমান পদাধিকারী
বালকৃষাণ গোয়েঙ্কা।
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1921

➤ (MCI) মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বর্তমান পদাধিকারী জয়শ্রীবেন মেহতা।
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1933

➤ (CPCB) সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বর্তমান পদাধিকারী এস পি সিং পরিহার (চেয়ারপার্সন)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1974

➤ (CBFC) সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বর্তমান পদাধিকারী প্রসূন যোশি (চেয়ারপার্সন)
সদর দপ্তরঃ মুম্বাই
স্থাপনকালঃ 1951

➤ (FICCI) ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বর্তমান পদাধিকারী সন্দীপ সোমানি (প্রেসিডেন্ট)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1927


➤ (ICMR) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বর্তমান পদাধিকার ড: বলরাম ভার্গব (ডিজি)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1949

➤ (IRDA) ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি বর্তমান পদাধিকারী সুভাষচন্দ্র খুন্টিয়া (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ হায়দ্রাবাদ
স্থাপনকালঃ 1999


➤ (LIC) লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বর্তমান পদাধিকারী এম.আর. কুমার (চেয়ারম্যান)

➤ (NABARD) ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট বর্তমান পদাধিকারী ডক্টর হর্যকুমার ভাওয়ালা (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ মুম্বাই
স্থাপনকালঃ 1982

➤ (NCW) ন্যাশনাল কমিশন ফর ওমেন বর্তমান পদাধিকারী রেখা শর্মা (চেয়ারপার্সন)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1992

➤ (PCI) প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বর্তমান পদাধিকারী চন্দ্রমৌলি কুমারপ্রসাদ (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1966

➤ (RBI) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমান অধিকারী শক্তিকান্ত দাস (গভর্নর)
সদর দপ্তরঃ মুম্বাই
স্থাপনকালঃ 1935

➤ (SAI) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বর্তমান পদাধিকারী সন্দীপ প্রধান (ডিরেক্টর জেনারেল)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1961


➤ (TRAI) টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বর্তমান পদাধিকারী রাম সেবক শর্মা (চেয়ারম্যান)
সদর দপ্তরঃ নতুন দিল্লি
স্থাপনকালঃ 1997

দেশের সাম্প্রতিক নিয়োগ সমূহ




➤ ভারতের সেশেলসে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দলবীর সিং সুহাগ।




➤ ভারতের প্রথম BSE র মহিলা ডাইরেক্টর জয়শ্রী ব্যাস ।



➤ ছত্রিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি পি .আর. রামচন্দ্র মেনন।



➤ কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা ।



➤ রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রীপতি রবীন্দ্র ভাট।



➤ ভারতীয় ফুটবলার দলের কোচ ইগর স্টিমাচ।



➤ মহারাষ্ট্রের মুখ্য সচিব অজয় মেহেতা।



➤ ITC এর চেয়ারম্যান সঞ্জীব পুরী।

➤ ভারতীয় বিমান বাহিনীর ট্রেনিং কমান্ডার এয়ার অফিসার কমান্ডিং ই চিপ এয়ার মার্শাল এস.কে ঘটিয়া।

➤ স্টেট ব্যাঙ্ক অফ মরিশাসের ভারতীয় শাখার এমডি এবং সিইও সিদ্ধার্থ রথ।

➤ BCCI এর সিইও রাহুল জোহরি।

➤ অ্যাপোলো টায়ার এর বিপণন দূত শচীন তেন্ডুলকর।

➤ FMSCI এর চেয়ারম্যান জে পৃথ্বীরাজ।

➤ NSDC এর চেয়ারম্যান এ. এম নাইক।

➤ ইউ পি এস সির চেয়ারম্যান অরবিন্দ সাক্সেনা।

➤ এসবিআই ব্যাংকের YONO এর বিপণন দূত স্বপ্না বর্মন।

➤ কেন্দ্রীয় সরকারের প্রধান আর্থিক উপদেষ্টার নাম কৃষ্ণমূর্থি শুভ্রমনিয়ান।

➤ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।

➤ ইউ পি এস সির সদস্য ভারত ভূষণ ব্যাস।

➤ NCRB র ডিরেক্টর রামপাল পাওয়ার।

➤ NCST এর সেক্রেটারি অশোক কুমার সিং।

➤ এলআইসির অন্তবর্তীকালীন চেয়ারম্যান হেমন্ত ভার্গব।

➤ জম্মু কাশ্মীর রাজ্য আইন কমিশনার এর চেয়ারম্যান
এম কে হাঞ্জুরা।

➤ কর্নাটক হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি
লিঙ্গপ্পা নারায়ণস্বামী।
أحدث أقدم