রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

Rabindranath Tagore Poems in Bengali


কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে কলকাতার এক পরিবারে জন্মগ্রহণ করেন। তিঁনি ছিলেন একজন অগ্রণী বাঙ্গালী কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতস্রষ্টা, চিত্রকর, ছোটগল্পকার, কন্ঠশিল্পী, প্রাবন্ধিক  ও দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ্য সাহিত্যিক কবি বলে মনে করা হয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ইউরোপের বাহিরের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে তিনি বিশ্বে ব্যপক খ্যাতি লাভ করেন। তিনি দীর্ঘ  দিন ধরে রোগভোগের পর ১৯৪১ খ্রিস্টাব্দে ৭ই অগাস্ট জোড়াসাঁকোরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তিনি মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত সৃষ্টিশীল আবস্তায় ছিলেন।

কবিতার তালিকাঃ-


১. অদৃষ্টের হাতে লেখাঃ-  Read & Download PDF

২. অবরুদ্ধ ছিল বায়ুঃ-    Read & Download PDF

৩. অচির বসন্ত হায় এল, গেল চলেঃ-  Read & Download PDF

৪. অন্তর মম বিকশিত করোঃ-   Read & Download PDF

৫. অনাবশ্যকের আবশ্যকতাঃ-   Read & Download PDF

৬. অক্ষমতাঃ-    Read & Download PDF

৭. বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এলঃ-  Read & Download PDF  

৮. অচেতন মাহাত্ম্যঃ- Read & Download PDF

৯. অনন্ত প্রেমঃ-   Read & Download PDF

১০. অঙ্গের বাঁধনে বাঁধাপড়া আমার প্রাণঃ- Read & Download PDF

১১. অঞ্চলের বাতাসঃ- Read & Download PDF

১২. অকর্মার বিভ্রাটঃ-   Read & Download PDF

১৩. অচল স্মৃতিঃ-    Read & Download PDF

১৪. অনাগতাঃ-  Read & Download PDF

১৫. অদৃশ্য কারণঃ-   Read & Download PDF
  
১৬. অদৃষ্টের হাতে লেখাঃ-  Read & Download PDF

১৭. অচেনাঃ-   Read & Download PDF

১৮. অনন্ত জীবনঃ-  Read & Download PDF

১৯. অজয় নদীঃ-   Read & Download PDF

২০. বিরহঃ-   Read & Download PDF

২১. পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রিঃ-     Read & Download PDF

২২. গান গাওয়ালে আমায় তুমিঃ-   Read & Download PDF

২৩. প্রেমের দূতকে পাঠাবে নাথ কবেঃ-  Read & Download PDF

أحدث أقدم